প্রতি বছর ঈদ উৎসবে দেশের চলচ্চিত্রাঙ্গন হয়ে ওঠে সরগরম। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমা দর্শকদের উপহার দেন পরিচালকরা। হলগুলো সেজে ওঠে নতুন সিনেমার পোস্টারে। লাভের মুখ দেখার আশায় খোলা হয় বন্ধ হলগুলো। এবারের চিত্রটাও একইরকম। তবে ব্যতিক্রম শুধু মুক্তির মিছিলে থাকা সিনেমার সংখ্যা।