বড়দিন ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা আয়োজন
আর মাত্র ১ সপ্তাহ বাদেই বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বী সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করতে চলছে নানা আয়োজন। কোথাও অ্যাকুয়ারিয়ামে মাছের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সান্তা, আবার কোথাও লাল সাদা পোশাকে মোটরবাইক, সাইকেল এমনকি পায়ে হেঁটে চলছে প্যারেড কিংবা ম্যারাথন।