ডামুড্যায় ছুরিকাঘাত ও পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা: ৩ জনকে আসামি করে মামলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) গভীর রাতে আহত খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় এ মামলা করেন।