চাঁপাইনবাবগঞ্জে বেগুনি ধানের চাষ, কৌতূহলে কৃষক ও দর্শনার্থীরা
ধানখেত বলতেই চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজে ভরা মাঠ। তবে চাঁপাইনবাবগঞ্জে সে দৃশ্য পাল্টেছে। চাষ করা হয়েছে বেগুনি রঙের ধান। ধানের এ বৈচিত্র্যতা দেখে তা দেখতে ভিড় বাড়াচ্ছে কৃষক ও দর্শনার্থীরা। বিজ্ঞানীরা বলছেন পার্পল লিফ রাইস জাতের এই ধান স্বাস্থ্যের জন্য উপকারী, তাই চলছে পরীক্ষামূলক চাষ। কর্তনের পর, উৎপাদন দেখে এ ধান চাষ নিয়ে সিদ্ধান্ত নিবে কৃষি সপ্রসারণ অধিদপ্তর।