পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি ট্রাম্পের
সম্প্রতি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিলেও, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দিনদিন হুমকির পড়ছে শত বছরের পুরানো বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম এই নৌরুট। আগে যেখানে দৈনিক ৩৬ থেকে ৩৮টি জাহাজ এই খাল দিয়ে চলাচল করতো, সেখানে পানির উচ্চতা কমে যাওয়ায় বর্তমানে তা নেমে এসেছে ২২টি তে। উল্টো খাল পার হতে দুই পাশে অপেক্ষমাণ থাকছে আরও দেড় শতাধিক জাহাজ। এ অবস্থায় বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে এই খালের নিয়ন্ত্রণ নিতে গেলে বিপাকে পড়তে পারেন ট্রাম্প।