শাহজালাল বিমানবন্দরে জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা মহড়া
বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে এ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেলো মহড়া। যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয়। ৫০ মিনিটের মহড়ায় সফলভাবে বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয় যাত্রীদের। বেবিচক চেয়ারম্যান বলেন, এই মহড়া আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।