একের পর এক ফ্লপ। গত কয়েকবছর ধরে একবোরেই ভালো যাচ্ছে না কাঙ্গনা রানাউতের ক্যারিয়ার। ব্যক্তিগত বির্তক ছাপিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন পর্দায় আধিপত্য বজায় রাখার। কিন্তু আশায় গুড়েবালি। বলিউড কুইন থেকে তিনি এখন ফ্লপ কুইন।