ই-সিম কী, যেসব ফোনে ব্যবহার করা যাবে
ই-সিম হলো ফোনে ইনস্টল করা এক ধরনের ভার্চুয়াল সিম, যার পূর্ণ নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি ফিজিক্যাল সিম কার্ডের মতো নয়। একবার ই-সিম সক্রিয় করলে কল, মেসেজ ও ডেটা ব্যবহার করা যায়, তবে এটি ফোনে আলাদা করে রাখতে হয় না। ই-সিম টেলিকম অপারেটরের মাধ্যমে ওভার-দ্য-এয়ারভাবে চালু হয়।