দিনে ৭০টি লেনদেনের কথা থাকলেও দু'বছরে হয়েছে প্রায় সাড়ে তিন লাখ লেনদেন। টাকার অঙ্কে যা সাড়ে ৯শ' কোটি টাকা। ই-কমার্স প্রতিষ্ঠানের এত টাকা লেনদেন হয়েছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল'র মাধ্যমে। অসঙ্গতির প্রসঙ্গ এলে প্রতিষ্ঠানটির দাবি- বিগত আওয়ামী আমলে ভুক্তভোগী তারা। গেটকিপার বাংলাদেশ ব্যাংকও নীরব নির্ধারিত সীমার বাইরে লেনদেন ইস্যুতে। প্রতারিত গ্রাহকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও অপরাধীরা থেকে যাচ্ছে নাগালের বাইরে।