গাজার নেতজারিম করিডোর থেকে ইসরাইলি সেনা সরিয়ে নিচ্ছে তেল আবিব। ফলে দু'ভাগ হয়ে যাচ্ছে গাজা উপত্যকা। এদিকে ইসরাইলি বন্দিদের ফিরে পেয়ে খুশির বন্যায় ভাসছে তাদের স্বজনরা। তবে বেশিরভাগ বন্দিদের স্বাস্থ্যের অবস্থার বেহাল দশায় হওয়ায় ক্ষোভে ফুঁসছে তেল আবিব। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ নিয়ে বিক্ষোভে নামে হাজারও ইসরাইলি।=