বড়দিন ঘিরে দেশে দেশে ব্যতিক্রমী আয়োজনে ব্যস্ত সান্তা ক্লজরা
খ্রিষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন ঘিরে দেশে দেশে চলছে নানা আয়োজন। ভিন্ন আঙ্গিকে নানা বাহারে চলছে প্রস্তুতি। আলোকসজ্জার পাশাপাশি বিশেষ এই দিন ঘিরে ব্যতিক্রমী আয়োজনে ব্যস্ত সান্তা ক্লজরা।