আইসিইবিরোধী আন্দোলন
আইসিইবিরোধী আন্দোলন: সেনা প্রস্তুত থাকার নির্দেশ পেন্টাগনের, বিক্ষোভ অব্যাহত

আইসিইবিরোধী আন্দোলন: সেনা প্রস্তুত থাকার নির্দেশ পেন্টাগনের, বিক্ষোভ অব্যাহত

আইসিইবিরোধী আন্দোলন দমাতে মিনেসোটায় সম্ভাব্য মোতায়েনের জন্য ১৫০০ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এদিকে, এখনও রাস্তায় না নামলেও অঙ্গরাজ্যটির জননিরাপত্তার সহায়তায় ন্যাশনাল গার্ড প্রস্তুত বলে জানিয়েছে মিনেসোটার জননিরাপত্তা বিভাগ। তবে ট্রাম্পের ক্রমাগত হুমকি ও আইসিই এজেন্টদের তৎপরতা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে মিলিয়াপলিসে। শনিবার অভিবাসন ইস্যুতে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় এর পক্ষে-বিপক্ষের সমর্থকরা।