উইন্ডোজ এক্সপ্লোরের মাধ্যমে প্রবেশ করা যাবে অ্যান্ড্রয়েড ফাইলে
নতুন ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সঙ্গে উইন্ডোজকে যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। উইন্ডোজ ইনসাইডারে এ ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ফাইলে প্রবেশ করতে পারবে। এজন্য উইন্ডোজে থাকা ফাইল এক্সপ্লোরার ব্যবহার করতে হবে।