আগে ইওর ফোন অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গে অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্টিগ্রেট বা যুক্ত করা হত। তবে ডিভাইসে থাকা ফাইল ম্যানেজমেন্টের সুবিধাও খুবই সীমিত ছিল। মাইক্রোসফটের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি এ অভিজ্ঞতায় পরিবর্তন আনবে এবং লোকাল স্টোরেজ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ পরিচালনার মতো সুবিধা দেবে।
উইন্ডোজ ইনসাইডার বিল্ডের হালনাগাদ সংস্করণে এ ফিচারটি যুক্ত করা হয়েছে। ডেভেলপার, বেটা, রিলিজ প্রিভিউসহ ক্যানারি চ্যানেলেও এটি ব্যবহার করা যাবে। কোম্পানির তথ্যানুযায়ী, ফিচারটি ব্যবহারের কিছু শর্ত রয়েছে।
প্রথমত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ বা তার পরের ভার্সন থাকতে হবে। এছাড়াও সেলফোনে থাকা লিংক টু উইন্ডোজ অ্যাপের বেটা প্রোগ্রামে যুক্ত থাকতে হবে। এছাড়াও যে কম্পিউটারে এ ফিচার ব্যবহার করা হবে সেখানে উইন্ডোজ ১১ থাকতে হবে এবং ইনসাইডার চ্যানেলে থাকা যেকোনো ইনসাইডার প্রোগ্রামেও যুক্ত হতে হবে বলে জানা গেছে।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, এসব শর্ত পূরণ করলে যে কোনো ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারবে। এজন্য উইন্ডোজের সেটিংস থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইসে প্রবেশ করতে হবে। সেখানে মোবাইল ডিভাইস নির্বাচন করে ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে হবে। সেখান থেকে ব্যবহারকারীকে মোবাইলের স্টোরেজে প্রবেশের জন্য কম্পিউটারকে অনুমতি দিতে হবে। এরপর অ্যাকসেস ইন ফাইল এক্সপ্লোরার চালু হবে। যদি এটি না থাকে তাহলে বুঝতে হবে ফিচারটি এখনো আসেনি।
বেটা বা ইনসাইডার ভার্সনে আসলেও সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে কী না সে বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। কেননা ইনসাইডার চ্যানেলে প্রায় সময় পরীক্ষামূলকভাবে ফিচার নিয়ে কাজ করা হয়। সবার জন্য চালুর আগে সেটি বন্ধও হয়ে যায়। —গিজমোচায়না