টানা আটবারের মতো বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড। এরপরই ডেনমার্ক ও আইসল্যান্ডের অবস্থান। তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান। জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের তালিকার শীর্ষ ২০ দেশের মধ্যে ইউরোপের আধিপত্য থাকলেও, যুক্তরাষ্ট্রের অবনতি হয়েছে চোখে পড়ার মতো। বাংলাদেশের অবস্থান পাঁচ ধাপ পিছিয়ে ১৩৪তম অবস্থানে।