বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: চমক দেখিয়ে সেভিলের স্বর্ণ জয়

অবলিক সেভিল
অবলিক সেভিল | ছবি: সংগৃহীত
0

সবাইকে চমকে দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন জ্যামাইকার অবলিক সেভিল। তার পরের অবস্থানেই আছেন স্বদেশী কিশানে থম্পসন।

অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় এ ইভেন্টে শুরু থেকেই ফেভারিট ছিলেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস ও কিশানে থম্পসন। কিন্তু সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত এক স্প্রিন্টে স্বর্ণপদক নিশ্চিত করেন অবলিক সেভিল।

আরও পড়ুন:

জ্যামাইকান এ স্প্রিন্টার সময় নেন ৯ দশমিক ৭৭ সেকেন্ড। দ্বিতীয় হওয়া কিশানে সময় নিয়েছেন ৯ দশমিক ৮২ সেকেন্ড। আর ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় নোয়াহ লাইলস। 

এ জয়ের মধ্য দিয়ে ২০১৬ সালে উসাইন বোল্টের পর প্রথমবার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতলো জ্যামাইকা।

এসএইচ