ইপিএলে ডার্বিতে ম্যানসিটির ‘ডমিনেশন’, লিভারপুলের কষ্টার্জিত জয়

ইপিএলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল
ইপিএলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটি-ইউনাইটেড ডার্বি ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইউনাইটেডকে তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে। অন্য ম্যাচে বার্নলিকে লিভারপুল হারিয়েছে ১-০ গোলে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৮ মিনিটেই জেরেমি ডোকুর পাস থেকে স্কোরশিটে নাম তোলেন ফিল ফোডেন।

আরও পড়ুন:

প্রথমার্ধে এ এক গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে বলের দখল নিয়ে আক্রমণের চেষ্টা চালিয়েছিল ইউনাইটেড। তবে ৫৩ এবং ৬৮ মিনিটে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচ নিজেদের করে নেয় ম্যানসিটি।

রাতের অন্য ম্যাচে বার্নলির বিপক্ষে কষ্টার্জিত জয় পায় লিভারপুল। ম্যাচের শেষদিকে পেনাল্টিতে মোহাম্মদ সালাহর করা একমাত্র গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় অলরেডদের।

এসএইচ