আনিসিমোভাকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সাবালেঙ্কা

গ্রাান্ডস্ল্যামের ট্রফি হাতে আরিনা সাবালেঙ্কা
গ্রাান্ডস্ল্যামের ট্রফি হাতে আরিনা সাবালেঙ্কা | ছবি: সংগৃহীত
0

অবশেষে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেলেন আরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেনের নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন এ বেলারুশ তারকা।

গতকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাতে নারী এককের ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কার মুখোমুখি হন ৮ নম্বর বাছাই আনিসিমোভা। প্রথম সেটে ৬-৩ গেমে হারের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। 

তবে টাইব্রেকারে জিতে ট্রফি বাগিয়ে নেন সাবালেঙ্কা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন তিনি। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম।

আরও পড়ুন:

যদিও চলতি বছরটা বেশ হতাশাজনক ছিল সাবালেঙ্কার। ফ্রেঞ্চ ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেননি তিনি। 

উইম্বলডনের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছিলেন এই আনিসিমোভার কাছে হেরে। অবশেষে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে এসে ট্রফি জিতলেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা।

এসএইচ