অন্নপূর্ণা-১ জয়ের গল্প বললেন বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করলেন বাবর
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করলেন বাবর | Ekhon tv
0

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম উচ্চতম পর্বত অন্নপূর্ণা-১ জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। মৃত্যুর হার বিবেচনায় সবচেয়ে ভয়ংকর এই সামিট জয় করেছেন তিনি। অতি উচ্চতা, নিম্ন তাপমাত্রা কিংবা গভীর গিরিখাত পাড়ি দেওয়ার মতো চ্যালেঞ্জকে বুড়ো আঙুল দেখিয়ে এই কীর্তি গড়েন তিনি।

হিমালয়ের কঠিনতম এই পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়লেন এ পর্বতারোহী। তিনি ৭ এপ্রিল সকালে ৮০৯১ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান। বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ গাইড ফূর্বা অংগেল শেরপা।

ডা. বাবর আলী ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে জয় করেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে।

এছাড়াও ২০২২ সালে তিনি ছিলেন প্রথম বাঙালি, যিনি পর্বতারোহণের জগতে অন্যতম চ্যালেঞ্জিং চূড়া আমা দাবলাম জয় করেন।

এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করে।

পর্বতের অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার অভিযোজন প্রক্রিয়া যথাসময়ে করতে পারাকে বড় ব্যাপার মানছেন তিনি। ৪টি বেস ক্যাম্পের মাঝে ৪ নং বেস ক্যাম্প কিছুটা দুর্গম হওয়ায় বেস ক্যাম্প ৩ থেকে সামিট পুশ শুরু করেন বাবর।

বাবর বলেন, 'বেস ক্যাম্পের পর ক্যাম্প-১ ও ক্যাম্প-২ হয়ে আমি অভিযোজন প্রক্রিয়া চালিয়ে শেষে ক্যাম্প-৩ থেকে পুশ শুরু করি। এই অন্নপূর্ণা পর্বতের সামিট পুশটা বেশ লম্বা, ৬ হাজার ৪০০ মিটার থেকে প্রায় ৮ হাজার ১০০ মিটার চড়াই পার করতে হয় এক হাজার ৭০০ মিটার এবং এটা করতে আমার প্রায় ১৭ ঘণ্টা ৩০ মিনিট সময় লেগেছে। এরপর নেমে আসতে আরো প্রায় ৯ ঘণ্টা লেগেছে।'

পৃথিবীতে ১৪ টি ৮০০০ মিটার পর্বত বিদ্যমান। অন্নপূর্ণা-১ বিশ্বের দশম উচ্চতম পর্বত, তবে মৃত্যুর হার বিবেচনায় এটি অন্যতম ভয়ংকর। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মাত্র ৫১৪ জন পর্বতারোহী এই পর্বত জয় করেছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন। অন্নপূর্ণা-১ জয় করে গর্বিত বাবর। একে একে সব পর্বত জয় করতে চান তিনি।

বাবর বলেন, 'যেকোনো পর্বতের চূড়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময় খুবই আনন্দের ব্যাপার। অন্নপূর্ণার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পৃথিবীতে ১৪টি ৮ হাজার মিটার পর্বত আছে। এটা আমার জন্য তৃতীয় ৮ হাজার মিটার পর্বত আরোহণ। আমি আসলে ধীরে ধীরে বাকি ১১টি পর্বতেও আরোহণ করতে চাই। আমি যেদিন চূড়ায় পৌঁছাই সেদিন দুইজন শেরপা প্রাণ হারিয়েছেন।'

পর্বতারোহণের জন্য তরুণদের উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন বাবর। বাংলাদেশের পর্বতারোহণকারীদের নিয়ে উচ্ছ্বাস জানালেন তিনি।

বাবর আলী বলেন, 'সবার আগে যেটা প্রয়োজন তা হল নিজের ইচ্ছা শক্তি। এছাড়াও মাসল, দম এবং সবশেষে অর্থ প্রয়োজন। অনেক তরুণ প্রতিভাবান পর্বতারোহী আছেন যারা এরইমধ্যে অনেকগুলো ৬ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। আমি বিশ্বাস করি তারা অবশ্যই পরবর্তী ধাপে যাবেন।'

বাবর আলীর সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে স্থাপিত হলো এক নতুন মাইলফলক। এটি শুধু তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণের ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই অর্জন।

এসএইচ