এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট: ১৮ সদস্যের দল ঘোষণা

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা | এখন
0

ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট উপলক্ষ্যে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঈদের আগে ২৪ জনের স্কোয়াড রেখেছিল হকি ফেডারেশন। ঈদের পর ৩ দিন অনুশীলন শেষে ছয় জন খেলোয়াড় বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তারা।

দলে জায়গা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিনের। তার নেতৃত্বেই গত বছর যুব বিশ্বকাপে প্রথম বার সুযোগ পায় বাংলাদেশ। ছয়জন বাদ পড়লেও আরো কয়েকদিন ক্যাম্পে অনুশীলন করবেন তারা।

এ সময়ে কেউ ইনজুরিতে পড়লে রিপ্লেসমেন্টের সুযোগ থাকবে তাদের। অধিনায়ক হিসেবে থাকছেন পুস্কর ক্ষিসা মিমো।

এএইচএফ কাপ মূলত এশিয়ান কাপ হকির বাছাই। এই টুর্নামেন্টে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ এপ্রিল দেশ ছাড়বে টিম বাংলাদেশ।

এএইচ