পর্বত আরোহণ অনেক কষ্টসাধ্য কাজ। দুর্গম পথে যেখানে একা উঠাই যেখানে কষ্টসাধ্য সেখানে সাইকেল নিয়ে যাওয়া অনেকটাই দুরূহ।
সেই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের সাইক্লিস্ট মো. তোজাম্মল হোসেন মিলন। সাইকেল নিয়ে তিলিকো লেক, থরংলা পাস, অন্নপূর্ণা সার্কিট ও অন্নপূর্ণা বেসক্যাম্প পৌঁছান তিনি। অন্নপূর্ণা বেসক্যাম্পে বুধবার (২ এপ্রিল) সকালে নেপাল সময় সকাল সোয়া ছয়টায় পৌঁছান মিলন।
প্রায় ১৫ দিনের অভিযান শেষে এই ক্যাম্প স্পর্শ করে ফেরার পথে রয়েছেন তিনি। ১৭ মার্চ শুরু হয় তার অভিযান। সাইকেল নিয়ে এর আগে অন্নপূর্ণায় গত মাসে এক বৃটিশ অ্যাডভেঞ্চার সাইক্লিস্ট গিয়েছিলেন।