শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়াতে হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছেন তিনি।
মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে ২২০০ রেটিং পয়েন্ট ও ৩টি নর্ম প্রয়োজন হয়। ওয়াদিফা গত বছর হাঙ্গেরিতে একটি মহিলা আইএম নর্ম পেয়েছিলেন। ওয়াদিফার রেটিং এখন ২০৯১।
যেহেতু এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টার কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএম টাইটেল খেতাব পাওয়া যায় তাই ওয়াদিফার আন্তর্জাতিক টাইটেল পাওয়ায় কোন বাধা নেই।