বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমানবাহিনী

অন্য সব খেলা
এখন মাঠে
0

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমানবাহিনী। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে নৌবাহিনীকে ৫-৪ গোল ব্যবধানে হারায় বিমানবাহিনী।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড রাকিবুল হাসান। আসরে রানার্সআপ দলকে ৫০ হাজার ও চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

ফাইনালের দিনে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন, হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এএইচ