অন্য সব খেলা
এখন মাঠে
0

ফর্মুলা ওয়ান ২০২৫ এর ড্রাইভার লাইন-আপ চূড়ান্ত

চূড়ান্ত হয়েছে ফর্মুলা ওয়ানের ২০২৫ সালের ড্রাইভার লাইনআপ। ম্যাকলারেন ও অ্যাস্টন মার্টিন ছাড়া সব দলেই এসেছে পরিবর্তন।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে ফর্মুলা ওয়ান ২০২৫ এর ড্রাইভার লাইন-আপ। সর্বশেষ চমক হিসেবে রেসিং বুল টিমে যোগ দিচ্ছেন তরুণ ফ্রেঞ্চ-আলজেরিয়ান বংশোদ্ভূত ইসাক এজার।

২০২৪ সাল টা ছিল নানা নাটকীয়তা ও উত্তেজনায় ঠাসা। ফর্মুলা ওয়ানের ইতিহাসে ৭ জন ভিন্ন ড্রাইভার একাধিকবার জিতেছেন গ্র্যান্ড প্রিক্স। তবে শুধু রেসিং টাই উত্তেজনার পারদে মোড়া ছিলোনা। ড্রাইভার মার্কেট ও ছিলো সরগরম।

গেলো বছরের সবচেয়ে বড় খবর ছিল লুইস হ্যামিলটনের মার্সিডিজ ছেড়ে ফেরারিতে যোগদানের ঘটনা। তবে নতুন মৌসুম শুরুর আগেই সবচেয়ে বড় চমক দিয়েছে রেডবুল। সার্জিও পেরেজের ২ বছরের চুক্তি থাকা সত্ত্বেও যৌথ সম্মতিতে পেরেজকে ছেড়ে দিয়েছে তারা।

মার্সিডিজ লাইন আপ আছেন জর্জ রাসেল। তার সঙ্গী হিসেবে থাকবেন ফর্মুলা ২ থেকে আসা রুকি ড্রাইভার আন্দ্রেয়া কিমি আন্তোনেলি। লুইস হ্যামিলটনের ফেরারিতে যোগ দেওয়ায় ফেরারিতে লেকরেককে নিয়ে চ্যাম্পিয়ন্সশিপ ফাইট দিতে প্রস্তুত ইতালিয়ান ফেরারি টিম। খুব করে চাইবে ১৬ বছরের চ্যাম্পিয়নশিপ খরা কাটাতে।

২০২৪ সালে মাত্র ১২ পয়েন্টে ম্যাকলারেনের কাছে কন্সট্রাকটর চ্যাম্পিয়নশিপ হারে ফেরারি। অপরদিকে হ্যামিল্টন চাইবেন ৮ম বিশ্ব চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতে ২০২১ সালে বিতর্কিত আবুধাবি জিপিতে হেরে হারের প্রতিশোধ নিতে।

টানা ৪ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা চ্যাম্পিয়ন রেড বুলের সাথে ২০২৮ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ম্যাক্স। সাথে থাকছে তরুণ প্রতিভাবান লিয়াম লসন।

ম্যাকলারেন টিমের সাথে মাল্টি ইয়ার চুক্তি করেছে দুই ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি ও ল্যান্ডো নরিস। ২৬ বছর পর কন্সট্রাকটর চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা। নতুন বছরেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে তারা।

অ্যাস্টন মার্টিন টিমের নতুন চুক্তিতে অনুমিতভাবে থাকছেন ল্যান্স। সেইসাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ফার্নান্দো অলোনসো। আলপাইন টিমে পিয়ার্স গ্যাসলির সঙ্গে টিম আপ করছেন অভিষেকের অপেক্ষায় থাকা জ্যাক দোহান।

রেড বুল টিমের সিস্টার কনসার্ন রেসিং বুলস টিমে টি সিনোডার সঙ্গে টিম আপ করছেন রুকি ড্রাইভার ইসাক এজার। লুইসের ফেরারিতে যোগ দেওয়ায় উইলিয়ামসের সাথে ২ বছরের চুক্তি করেছেন কার্লোস সেইঞ্জ। তার সঙ্গী অ্যালেক্স এলবন। সাওবার টিমে হালকেনবার্গের সঙ্গী ফর্মুলা টু চ্যাম্পিয়ন গাব্রিয়েল বর্টোলেটো।

সব মিলিয়ে ২০২৪ সালের টিম গুলোর মাঝে কেবল দুই টিম ম্যাকলারেন ও অ্যাস্টন মার্টিন তাদের ড্রাইভারদের ধরে রেখেছে। অপরদিকে ইতিহাসে ২০২৫ মৌসুমে প্রথমবার ৬ জন রুকি ড্রাইভার পেতে যাচ্ছে ফর্মুলা ওয়ান।

এএইচ