অন্য সব খেলা
এখন মাঠে
0

সেন্ট লুসিয়ার হয়ে অলিম্পিক্সে প্রথম স্বর্ণ জয়ী জুলিয়েন আলফ্রেড

সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড সবাই চমকে দিয়েই গড়েছেন ইতিহাস। ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বচ্যাম্পিয়ন শাকারি রিচার্ডসনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন জুলিয়েন। সেন্ট লুসিয়ার হয়ে অলিম্পিক্সে প্রথম স্বর্ণ জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তাকে ফেভারিট মানেননি কেউই। তবে প্যারিসের বৃষ্টিস্নাত ট্র্যাকে গতির ঝড় তুলে মেয়েদের ১০০ মিটারের স্বর্ণ পদক জিতেছেন জুলিয়ান আলফ্রেড। সবাইকে পেছনে ফেলে জিতে নিলেন দ্রুততম মানবীর খেতাব। সেন্ট লুসিয়ার এই নারী স্প্রিন্টার নাম লেখালেন ইতিহাসের পাতায়ও।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ১০ দশমিক সাত দুই সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন জুলিয়েন। অলিম্পিক্সে যে কোনো ইভেন্টে ইতিহাসে সেন্ট লুসিয়াকে প্রথম পদক এনে দেওয়া অ্যাথলেটও এখন তিনিই।

বৃষ্টিভেজা কঠিন ট্র্যাকে স্বর্ণ জিতে জানালেন আত্মবিশ্বাসী ছিলেন বলেই চ্যাম্পিয়ন হতে পেরেছেন। এছাড়াও যেকোনো পরিস্থিতিতেই দৌড়াতে প্রস্তুত থাকেন এই স্প্রিন্টার।

এই ইভেন্টের সেমিফাইনালে দৌড়াননি জ্যামাইকার হয়ে দুটি অলিম্পিক্স স্বর্ণজয়ী শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস। শেষ সময়ে কারণ না জানিয়েই সরে দাঁড়ান তিনি।

তাতে ফেভারিট ধরা হচ্ছিল যুক্তরাষ্ট্রের শ্যা'কারি রিচার্ডসনকে। কিন্তু প্যারিসে চমক দেখালেন জুলিয়ান আলফ্রেড৷ শ্যা'কারি ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছে রুপা। ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তারই স্বদেশি মেলিসা জেফারসন।

২৩ বছর বয়সী জুলিয়েন ২০২৪ সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ১০০ মিটারে রুপা জিতেছিলেন তিনি। জুলিয়েন উত্তর আমেরিকার ইনডোরে ৬০ মিটার দৌড়ে যৌথভাবে রেকর্ডের মালিক।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর