অন্য সব খেলা
এখন মাঠে
0

প্যারিস অলিম্পিকে কোরিয়ান আর্চারদের আধিপত্য

প্যারিস অলিম্পিকে নারী-পুরুষ এককে কোরিয়ান আর্চারদের আধিপত্য। মেয়েদের র‌্যাংকিং রাউন্ডে বিশ্ব রেকর্ড লিম সি হিওনের। আর ছেলেদের এককে প্রথম হয়েছেন কিম-উ-ইন।

প্রথমবারের মতো আর্চারিতে মেয়েদের এককে সর্বোচ্চ ৬৯৪ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড গড়েছেন কোরিয়ান লিম সি হিওন। ইতিহাস গড়ার পথে স্বদেশী কাং চায়ে-ইয়ংয়ের গড়া ৬৯২ পয়েন্টের রেকর্ড ভেঙেছেন এই কোরিয়ান নারী আর্চার।

একই দিনে প্যারিসের লা ভেনলিডসে ছেলেদের এককেও বাজিমাত করেছেন কোরিয়ান কিম উ-ইন। এই রাউন্ডে ৬৮৬ পয়েন্ট তুলে প্রথম হয়েছেন তিনি। একই সাথে এই দুজনের দলগত ইভেন্টও খেলার কথা রয়েছে।

অলিম্পিক আর্চারিতে কোরিয়ানদের সাফল্য বেশ ঈর্ষণীয়। ১৯ তম আসর শুরু হবার আগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৭টি সোনাসহ ৪৩টি পদক জিতেছে দক্ষিণ কোরিয়া।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর