অন্য সব খেলা
এখন মাঠে
0

প্যারিস অলিম্পিক গেমস শুরু

শুরু হয়ে গেছে ক্রীড়াঙ্গনের মহোৎসব প্যারিস অলিম্পিক গেমস। এবার সেইন নদীতে বর্ণিল সাজে উদ্বোধনী অনুষ্ঠানে হয়ে গেলো রেকর্ড।

অলিম্পিক ইতিহাসে এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে মূল স্টেডিয়ামের বাইরে। ২০৬টি দেশের পতাকা নিয়ে অ্যাথলেটদের পায়ে হেঁটে মার্চপোস্টের পরিবর্তে এবার তা হচ্ছে নৌযানে। যা অন্যান্যবারের তুলনায় একেবারেই ব্যতিক্রম অনুভূতি সৃষ্টি করেছে অংশগ্রহণকারী দেশসহ পুরো বিশ্বের কাছে।

এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে চার ঘণ্টা ধরে। প্রায় ১০০টি নৌকা ও বার্জে করে আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে ট্রোকাড রোতে পৌঁছাবেন তারা। সেখানেই হবে মূল আয়োজন। সেখানে শুরুতেই বক্তব্য দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

এদিকে ফুটবল, রাগবি, আর্চারি, হ্যান্ডবলের মতো কিছু খেলা শুরু হয়ে গেছে অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। অলিম্পিক পদকের জন্য এবার বাংলাদেশের পাঁচ অ্যাথলেট প্যারিসে পৌঁছেছেন অনেক আগেই। যদিও একটি ইভেন্টেও নামেনি প্রতিযোগীরা।