অন্য সব খেলা
এখন মাঠে
0

জমকালো উদ্বোধনীর মধ্যদিয়ে অলিম্পিকের পর্দা উঠছে আজ

উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের। বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্বের নামিদামি তারকারা ছাড়াও থাকছে নানা চমক। এবারই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের মহাযজ্ঞ।

প্যারিস অলিম্পিকে ফুটবল, রাগবিসহ বেশকিছু খেলার প্রাথমিক পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে এখনও হয়নি দ্য গ্রেটেস্ট শো অন আর্থের সবচেয়ে বড় আকর্ষণ উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্যদিয়েই এই পর্বের পর্দা উঠছে আজ (শুক্রবার, ২৬ জুলাই)।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে এবার ভিন্নপথে হেঁটেছে আয়োজকরা। এবারই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে ফ্রান্সের বিখ্যাত সিন নদীতে সাজানো হয়েছে উদ্বোধনী মঞ্চ। নৌকায় করে নদীটির ৬ কিলোমিটার পাড়ি দেবেন অ্যাথলেটরা। একই সাথে এই প্যারেডে অংশ নেবে ৯১টি দেশের প্রতিনিধি।

কেবল মাত্র উদ্বোধনী অনুষ্ঠানে উপভোগের জন্য তৈরি করা হয়েছে বিশেষ স্ট্যান্ড। যেখানে ৫ লাখেরও বেশি দর্শক এই মহাযজ্ঞ দেখতে পারবেন। তবে এর জন্য দর্শকদের গুনতে হয়েছে প্রায় ৩ হাজার ইউরো। এর বাইরেও সিন নদীর আশেপাশের ভবন থেকে দেখা যাবে বর্ণাঢ্য আয়োজন।

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বরাবরই উপস্থিত থাকেন বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিরা। থাকেন নামিদামি তারকারও। এবারও এর ব্যত্যয় ঘটছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোসহ থাকবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনসহ আরও অনেকে।

সিন নদীর মঞ্চ পরিচালনা করবেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। ফ্রান্সের গায়িকা আয়া নাকামুরাসহ আরও অনেক তারকা। এর বাইরেও মঞ্চে নৃত্য পরিবেশন করার কথা আছে ৩ হাজার নৃত্যশিল্পী। এবারের আয়োজনের মধ্য দিয়ে ফরাসি সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হবে।

যদিও উদ্বোধনী অনুষ্ঠানের আগেই তৈরি হয়েছে নানা জটিলতা। ইসরাইলকে নিষিদ্ধের দাবিতে স্টেডিয়ামের বাইরে করা হয়েছে বিক্ষোভ। বেতন বৈষম্যের কারণে এরই মধ্যে ৩শ' নৃত্যশিল্পী ধর্মঘট করছেন। আর্জেন্টিনা-মরক্কোর ম্যাচে বিশৃঙ্খলার কারণে খেলা বন্ধ ছিল ২ ঘণ্টা। যদিও আয়োজন সুষ্ঠু রাখতে ৪৫ হাজার আইন শৃঙ্খল বাহিনী নিয়োজিত করা হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর