অন্য সব খেলা
এখন মাঠে
১৮ মিনিটে আইফেল টাওয়ারে উঠার রেকর্ড
মাত্র ১৮ মিনিটে ১১০ মিটার আইফেল টাওয়ারে উচ্চতায় উঠে বিশ্ব রেকর্ড গড়ার পথে ফ্রান্সের অ্যাথলেট আনুক গার্নিয়া। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এখনও নাম না উঠলেও নিজের এমন সাহসিকতা দেখাতে পেরে আনন্দিত এই অ্যাথলেট।

ফ্রান্সের শহর প্যারিস মানেই অনেকের কাছে আইফেল টাওয়ার। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষ মুগ্ধ হন এর সৌন্দর্যে। ১০৫০ ফুট উচ্চতার এ স্তম্ভটি যুগের পর যুগ, বছরের পর বছর হচ্ছে বিভিন্ন ইতিহাস আর রেকর্ডের সাক্ষী।

ফরাসি অ্যাথলেট আনুক গার্নিয়ার দিকে শতশত মানুষের দৃষ্টি। আইফেল টাওয়ারের ১১০ মিটার উচ্চতায় দড়ি বেঁধে উঠতে সময় নিয়েছেন মাত্র ১৮ মিনিট। তার এমন কান্ডে বিশ্ব রেকর্ড গড়ার পথেও আছেন ফ্রান্সের আনুক।

আনুক গার্নিয়া বলেন, 'এটা অনেক বড় পাগলামি। আমার বিশ্বাস হচ্ছে না শেষ পর্যন্ত আমি করতে পেরেছি। এই মুহূর্তটিকে কল্পনা করেছি। এটি করার জন্য এক বছর কঠোর পরিশ্রমও করেছি। অবশেষে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি খুশি।'

কোনো রেকর্ড হোক বা না হোক দীর্ঘসময়ের পরিশ্রম আর এমন সাহসিকতায় দর্শকদের আনন্দ দিতে পারায় উল্লাসিত তিনি।

তিনি আরও বলেন, 'এটা করার আগে অনেকে কটু কথা বলেছে। তবে আমি হাল ছাড়িনি। দড়ি বেয়ে কাজটা করা সত্যিই কঠিন। নিজের উপর আত্মবিশ্বাস থাকাটা জরুরি। যা আমার ছিল।'

হাওয়ায় ভেসে দড়ি বেঁধে টাওয়ারে উঠার নিদর্শন এবারই প্রথম নয়। এর আগে ১৯৫১ সালে ১২০ মিটার উচ্চতায় ট্রাপিজ খেলার মাধ্যমে আমেরিকান এক অ্যাক্রোবেটসের আইফেল টাওয়ারে উঠার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী।

এভিএস