অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো টেনিস বিশ্ব। বিশ্বের ১২৩ নম্বর বাছাই টেনিস খেলোয়াড় লুক নার্দির কাছে হেরে গেছেন টেনিস বিশ্বের এক নম্বর মহাতারকা নোভাক জকোভিচ।
দক্ষতা, অর্জন সব কিছুতেই যোজন যোজন পিছিয়ে ইতালিয়ান ২০ বছর বয়সী টেনিস খেলোয়াড়া লুকা নার্দি। সেই কি না হারিয়ে দিলো ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জকোভিচকে।
বিরল ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়াল ওয়েলস টেনিস টুর্নামেন্টে। পাঁচবারের ইন্ডিয়ান্স ওয়েলস জয়ী জকোভিচ ২০১৯ সালের পর অংশ নিয়েছিলেন এ আসরে। কিন্তু প্রথম সেটেই ধাক্কা খান সার্বিয়ান সুপার স্টার।
সেট হেরে বসেন ৬-৪ গেমে। পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ৬-৩ এ সেট জিতে। কিন্তু অঘটনের দিনে শেষ রক্ষা হয়নি জকোর।
শেষ সেট ৬-৩ হেরে এক অলৌকিক ঘটনার জন্ম দেন ইতালিয়ান ২০ বছর বয়সী টেনিন খেলোয়াড়া লুকা নার্দি। ঐতিহাসিক এমন জয়ের পর নিজেই নিজের অর্জনকে বিশ্বাস করতে পারেনি নার্দি।