নাজমুল হাসান পাপন কমনওয়েলথ ফেডারেশনের সভাপতিকে জানান বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপও অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে ঢাকা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। এসময় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে কারাতে খেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, 'সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে।'
এ আসর আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই বলেন,'বাংলাদেশ ক্রিকেট, ফুটবল ও কারাতেসহ সকল খেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে।'
এসময় তিনি ক্রীড়ামন্ত্রীকে লিডার অভ ক্রিকেট হিসেবে আখ্যায়িত করে বলেন, 'বিসিবি সভাপতি হিসেবে বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে সমর্থ হয়েছেন।'
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।