সেইন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনে বরাবরই পাশে থাকে সিটি গ্রুপ। এবারও তার ব্যতিক্রম নয়। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা সিটি গ্রুপের। পাশাপাশি বাস্কেটবলে তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।
সিটি গ্রুপের ব্যবস্থাপক রুবাইয়াত হোসেন বলেন, 'সিটি গ্রুপ বরাবরই তরুণদের পাশে থাকে। তরুণদের নিয়ে অনেক কাজ করা হয় আমাদের।'
বাস্কেটবলকে জনপ্রিয় করতে দেশব্যাপী এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি সাবেক ও বর্তমান খেলোয়াড়দের।
খেলোয়াড়রা বলছেন সব স্কুলে বাস্কেটবল কোর্ট এর ব্যবস্থা করা গেলে বাচ্চাদের আগ্রহ বাড়বে। বেশি অর্থ পেলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনও সম্ভব হবে।
দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন স্কুলের নিয়মিত শিক্ষার্থীদের ২১ টি দল, আর সাবেক গ্রেগরিয়ানরা প্রতিযোগিতায় নামেন আলাদা আলাদা দল নিয়ে।