দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে প্রদর্শনের জন্য রাখা হবে বিশ্বকাপ ট্রফিটি। তবে এই সোনালি ট্রফি দেখার সুযোগ পাবেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের উদ্দেশ্যে কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনা বাধ্যতামূলক।
নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দর্শকদের জন্য বেশ কিছু কড়া নির্দেশনাও দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা যাবে না। ভেন্যুতে ৭×১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাগ বহন নিষিদ্ধ, একইসঙ্গে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন করা যাবে না এবং টিকিট পুনরায় ব্যবহার বা অন্যের কাছে হস্তান্তরের সুযোগও থাকছে না।
আরও পড়ুন:
কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলার উদ্যোগে বিশ্বকাপ ট্রফির এই বিশ্বভ্রমণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১৫০ দিনের এই সফরে ট্রফিটি বিশ্বের ৩০টি দেশে ঘুরবে। গত ৩ জানুয়ারি ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে এই যাত্রা শুরু হয়। ভারতের দিল্লি ও গুয়াহাটি সফর শেষে এবার বাংলাদেশে এলো ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ ট্রফি।
২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এ আসরে।





