চলতি মৌসুমে লিগের মাদ্রিদ ডার্বিতে দারুণ জয় পেয়েছে অ্যাটলেটিকো। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে তারা হারায় ৫-২ গোলে। স্প্যানিশ সুপার কাপে সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার সুযোগকে কাজে লাগাতে এরইমধ্যে পরিকল্পনা সাজিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
আরও পড়ুন:
অবশ্য এ ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই ছক কষতে হচ্ছে কোচ শাবি আলোনসো। দলের অন্যতম এই খেলোয়াড় অনেকদিন ধরেই রয়েছে ইনজুরিতে। মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কাটা দল রোববার বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে।
এখন পর্যন্ত সেমির বাধা অতিক্রম করে ২০ বার ফাইনালে উঠার রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের। অন্যদিকে সাতবার সেমিফাইনালের রুদ্বশ্বাস ম্যাচে জয়ের পতাকা উড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।





