বাজে পারফরম্যান্সের জেরে জাতীয় দলকে নিষিদ্ধ করলো গ্যাবন সরকার

গ্যাবনের জাতীয় ফুটবল দলের একাংশ
গ্যাবনের জাতীয় ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

আফ্রিকান নেশন্স কাপে বাজে পারফরম্যান্সের জেরে পুরো জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস দেজিরে মামবুলা। একইসঙ্গে কোচিং স্টাফের সবাইকে বরখাস্ত করেছেন তিনি। আলাদাভাবে নিষিদ্ধ করা হয়েছে দুই অভিজ্ঞ ফুটবলার পিয়েরে এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে।

চলমান আফ্রিকান নেশন্স কাপে রীতিমতো ভরাডুবি হয়েছে গ্যাবনের। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের সবগুলোই হেরেছে তারা। নিজেদের শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি।

আরও পড়ুন:

এর আগে র‌্যাংকিংয়ের ১০২তম দল মোজাম্বিকের কাছেও একই ব্যবধানে হেরেছিল তারা। এমন ফলাফলের পরই ক্ষুদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী। তবে সরকারি এমন হস্তক্ষেপের কারণে সমস্যায় পড়তে পারে দেশটির ফুটবল।

সদস্য সংস্থাগুলোর কাজে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফা সবসময় কড়া অবস্থানে থেকেছে। ফলে দ্রুত এ সমস্যার সমাধান না ঘটলে গ্যাবনের সদস্যপদ স্থগিত করতে পারে ফিফা।

এফএস