গ্রিসে অলিম্পিয়াকোসের ঘরের মাঠে খেলা শুরুর ৮ মিনিটেই চিকুইনহোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেখান থেকে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ম্যাচের ২২ থেকে ২৯ মিনিটের মধ্যে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রিয়ালের ফ্রেঞ্চ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। ৩২ মিনিটে রিয়াল আরও একবার গোল পেয়ে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কল্যাণে। যদিও তা বাতিল হয় অফসাইডের কারণে।
আরও পড়ুন:
বিরতির পর ৫২ মিনিটে মেহেদি তারেমি গোল করে অলিম্পিয়াকোসকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। এমবাপ্পে ৬০ মিনিটে নিজের চতুর্থ গোল আদায় করে নিলে ব্যবধান হয় ৪-২। তবে হাল ছাড়েনি অলিম্পিয়াকোস। ৮১ মিনিটে আইয়ুব এল কাবি গোল করলে স্কোরলাইন নেমে আসে ৪-৩ ব্যবধানে। শেষ পর্যন্ত অবশ্য আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।





