বাইসাইকেল কিকে গোল করে সংবাদ দুনিয়ার ব্রেকিংয়ে রোনালদো

বাইসাইকেল কিকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো
বাইসাইকেল কিকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

কিছুদিন আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে দেশের কোনো ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে আলোচনায় এসেছিলেন হামজা চৌধুরী। সেই রেশ কাটতে না কাটতেই আল নাসরের জার্সিতে বাইসাইকেল কিকে গোল করে সংবাদ দুনিয়ার ব্রেকিংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল (রোববার, ২৩ নভেম্বর) রাতে সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে শূন্যে ভেসে গোলটি করেছেন আল নাসর তারকা।

আরও পড়ুন:

ম্যাচের ৯৬ তম মিনিটে নাওয়াফ বাওশালের ক্রস থেকে উল্টো দিক থেকে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্তভাবে বল জ্বালে জড়ান পর্তুগীজ ফুটবলের মহাতারকা।

যদিও রোনালদোর কাছে এমন গোল করা নতুন কিছু নয় এর আগেও তিনি বাইসাইকেল কিকে গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তবে বয়স যেহেতু ৪০ তাই এই সময়ে এমন গোল রোনালদো ও তার ভক্তদের কাছে বিশেষ কিছু।

এসএস