রিজেকা স্টেডিয়ামে ফারো আইল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্রোয়েশিয়া। ভার্দিওল, মুসা ও নিকোলার গোলে ৩-১ ব্যবধানে জিতেছে লুকা মদরিচের দল।
অন্যদিকে নিক উল্টমেডের জোড়া গোলে ২-০ ব্যবধানে সহজ জয় পেয়েছে জার্মানি। এ জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও এগিয়ে গেছে জার্মানরা।
আরও পড়ুন:
তবে এ যাত্রায় ধাক্কা খেয়েছে পোল্যান্ড। নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রবার্ট লেওয়ানডস্কির দল। এতে দুই দলই সরাসরি মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো।
এর বাইরে প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই ব্যবধানে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।





