ইপিএল: রাতে বড় দলগুলোর জমজমাট লড়াই

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রাতে মাঠে নামছে তিন জায়ান্ট ক্লাব। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। এ ম্যাচগুলোতে আজ পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা চেলসি রাত ৮টায় মাঠে নামবে সাত নম্বরে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে। চেলসির সামনে সুযোগ থাকবে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সেরা চারে ওঠার।

আরও পড়ুন:

তবে টেবিলে আলেকজান্দ্রো গার্নাচোদের উন্নতি নির্ভর করবে লিভারপুলের জয়-পরাজয়ের উপর। ৫ জয় নিয়ে শীর্ষ চারে থাকা লিভারপুল অবশ্য জিতলেই টপকে যাবে ম্যানচেস্টার সিটিকে।

সেজন্য রাত ১টার ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারাতে হবে অলরেডদের। এছাড়া রাত সাড়ে ১০টায় জৌলুস হারানো ম্যানচেষ্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রাইটন।

এসএইচ