হংকং, চায়নার বিপক্ষে বাঁচা-মরার ফিরতি ম্যাচ; কোন পরিকল্পনায় বাংলাদেশ?

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের সাম্প্রতিক ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের সাম্প্রতিক ছবি | ছবি: এখন টিভি
0

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকং, চায়নার ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। জিতলে টিকে থাকবে হামজা-জামালদের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা আর হারলেই আনুষ্ঠানিকভাবে যেতে হবে ছিটকে। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায়।

৫০ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠ ‘কাই টাক স্পোর্টস পার্ক’ প্রস্তুত, সঙ্গে প্রস্তুত হংকং, চায়না ও বাংলাদেশ। জিততে না পারলেও জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের ৭ গোলের পিকচার পারফেক্ট ম্যাচ দেখে তৃপ্ত বাংলাদেশের সমর্থকরা, চিন্তায় ছিলেন হংকংয়ের ভক্তরাও।

হংকংয়ের বেশকিছু সংবাদমাধ্যম বলছে, এই ম্যাচকে ঘিরে ৫০ হাজারের একটি টিকিটও অবিক্রিত থাকেনি। দেশটির ভক্তরাও মানেন, হামজা চৌধুরীরা তাদের সঙ্গে লড়াইটা জমিয়ে তুলবেন বেশ।

তবে বাংলাদেশের প্রথম কাজটা করতে হবে হেড কোচ হ্যাভিয়ের কাবরেরাকেই। সেরা একাদশ বাছাই থেকে শুরু করে ঠিক সময়ের পরিবর্তন পাল্টে দিতে পারে লাল-সবুজদের খেলার চিত্র।

শেষ ম্যাচের বিবেচনায় এ ম্যাচে অন্তত জামাল ভূঁইয়াকে একাদশে না রাখার দুঃসাহস দেখাবেন না কাবরেরা। সঙ্গে জায়ানের দুরন্ত শেষ মুহূর্তের চিত্র তাকে এ ম্যাচে শুরু করানোর সম্ভাবনা বাড়াবে। ফাহমিদুল ইসলাম শুরুর একাদশে না থাকলেও তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা থাকবে দলের, তা বলাই যায়।

দলের হয়ে বিশেষ ভূমিকায় থাকবেন শোমিত শোম। শেষ ম্যাচে ইনজুরির শঙ্কা থাকায় কাবরেরা তাকে কম সময় দিয়েছেন।

আরও পড়ুন:

তবে এ ম্যাচে শোমকে নিয়ে পুরো ৯০ মিনিটের হিসেব থাকবে এ স্প্যানিশের ঘড়িতে। সবাই জানে থ্রু বলে কতটা বিপদজনক শোম। সঙ্গে শেষ ম্যাচের দুর্দান্ত সেই হেডারের গোল বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কানাডার লিগে খেলা শোমিতকে।

শেষ ম্যাচে বেশকিছু ভুল থাকলেও রাকিবের গতি মুগ্ধ করেছে সবাইকে। এ ম্যাচেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তার। সঙ্গে গোল পাওয়া ওউন্ডার বয় মোরসালিনও থাকবেন শুরুর একাদশেই।

ডিফেন্ডিংয়ে বাজে পারফর্মের কারণে অন্তত শুরুর একাদশে রাখা যাচ্ছে না সাদ উদ্দিনকে। তবে সহদর তাজ উদ্দিন টিকে যেতে পারেন এ যাত্রায়। সঙ্গে থাকবেন তারিক কাজীও। অবধারিতভাবেই পুরো সময়টা খেলবেন হামজা চৌধুরী।

শেষ কয়েক ম্যাচে গোলকিপিংয়ে চোখে পড়ার মতো ভুল করেছেন মিতুল মার্মা। তাই এই ম্যাচে তার ওপর আস্থা রাখবেন কি না কাবরেরা তা নিয়ে আছে সন্দেহ। সেক্ষেত্রে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে ভালো পারফর্ম করার পুরষ্কার হিসেবে একাদশে থাকতে পারেন শ্রাবণ।

এশিয়ান কাপের মঞ্চে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই হামজা-জামালদের। যে আশা নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল তা বাস্তব করে ফিরুক এটাই প্রত্যাশা ভক্তদের।

এসএইচ