হংকং-চায়নার বিপক্ষে হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

গোল উদযাপন
গোল উদযাপন | ছবি: সংগৃহীত
1

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং-চায়নার বিপক্ষে এক গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে গোলটি করেন হামজা চেীধুরী। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) রাত ৮টায়।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং-চায়না। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে ওঠে বাংলাদেশ।

ম্যাচের ছয় মিনিটে সফরকারীরা ভালো সুযোগ পায়। বাম প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। পরে নয় মিনিটের সময় বক্সের বাইরে থেকে রাকিবের শট গোলকিপারের হাতে জমা পড়ে।

ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। তারগোলে লিড নিয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি।

বাংলাদেশের আজকের শুরু একাদশে আছেন— মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এসএস