জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য লামিনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘণ্টার মধ্যেই আসে তার চোটের খবর। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে আবারও ফিরে আসে কুঁচকির পুরনো চোট।
আরও পড়ুন:
একই চোটে মৌসুমের শুরুতে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর চোট কাটিয়ে বার্সার স্কোয়াডে ফিরলেও স্থায়ী হয়েছিলেন কেবল দুই ম্যাচ। চোট কাটিয়ে দলে ফিরতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা।





