গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি বাহিনী আটকে দেয়ার ঘটনার প্রতিবাদে গত (শুক্রবার, ৩ সেপ্টেম্বর) ইতালিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থিরা।
বিক্ষোভকারীরা ফ্লোরেন্সের কোভেরচিয়ানো অনুশীলন ক্যাম্পের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। নানা রকম প্ল্যাকার্ড ও স্লোগানে ইসরায়েলের ম্যাচটি বয়কটের দাবি তোলেন তারা।
আরও পড়ুন:
আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলকে আতিথ্য দেয়ার কথা রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এর আগে ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে বিশ্বের পঞ্চাশোর্ধ ক্রীড়াবিদ ফিফা ও উয়েফার কাছে চিঠি পাঠান। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অবশ্য ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।





