ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বয়কটের দাবিতে ইতালিতে বিক্ষোভ

ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিতে বিক্ষোভ
ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিতে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের বিপক্ষে ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বয়কটের দাবিতে ইতালিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থিরা। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইতালি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সামনে জড়ো হয়ে ম্যাচ বাতিলের দাবি তোলেন তারা।

গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি বাহিনী আটকে দেয়ার ঘটনার প্রতিবাদে গত (শুক্রবার, ৩ সেপ্টেম্বর) ইতালিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থিরা।

বিক্ষোভকারীরা ফ্লোরেন্সের কোভেরচিয়ানো অনুশীলন ক্যাম্পের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। নানা রকম প্ল্যাকার্ড ও স্লোগানে ইসরায়েলের ম্যাচটি বয়কটের দাবি তোলেন তারা।

আরও পড়ুন:

আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলকে আতিথ্য দেয়ার কথা রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এর আগে ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে বিশ্বের পঞ্চাশোর্ধ ক্রীড়াবিদ ফিফা ও উয়েফার কাছে চিঠি পাঠান। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অবশ্য ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে।

এফএস