ইউসিএলের ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবলে ফিরছে ক্লাবগুলো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) ব্যস্ততা শেষে ঘরোয়া ফুটবলে ফিরেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। আজ (শনিবার, ৪ অক্টোবর) রাত ১টায় লা লিগায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ও আছে বেশকিছু বড় ম্যাচ। বুন্দেসলিগায় আলাদা ম্যাচে নামছে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও লেভারকুজেন।

চ্যাম্পিয়নস লিগ পর্ব শেষে আবারও ঘরোয়া ফুটবলে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। লা লিগায় আজ ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচটিতে জয় পেলে বার্সেলোনাকে টপকে শীর্ষ স্থানে উঠে যাবে রিয়াল।

ইংলিশ প্রিমিয়ার লিগেও রয়েছে বেশকিছু বড় ম্যাচ। ম্যাচগুলোর মধ্যে ফুটবল ভক্তদের নজর থাকবে ইপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও চেলসির ম্যাচটিকে ঘিরে।

দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেড খেলবে টটেনহ্যামের বিপক্ষে। এমিরেটস স্টেডিয়ামে লড়বে ওয়েস্ট হ্যাম ও আর্সেনাল। অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সদ্য প্রিমিয়ার লিগে প্রোমোশন পাওয়া সান্ডারল্যান্ড।

আরও পড়ুন:

ইতালিয়ান সিরি-আতেও আছে ব্যস্ততা। ক্রেমোনেজের মাঠে আতিথ্য নেবে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান। নিউ ব্যালেন্স অ্যারেনায় আতালান্তার বিপক্ষে লড়বে কোমো।

জার্মান বুন্দেসলিগায় আছে বেশকিছু বড় দলের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বায়ার লেভারকুজেন খেলবে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে লিপজিগকে আতিথ্য দেবে বরুশিয়া ডর্টমুন্ড। দিনের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

এফএস