২০২৬ ফুটবল বিশ্বকাপের নতুন বল ‘ট্রায়োন্ডার’ উন্মোচন

২০২৬ ফুটবল বিশ্বকাপের নতুন বল ‘ট্রায়োন্ডা’
২০২৬ ফুটবল বিশ্বকাপের নতুন বল ‘ট্রায়োন্ডা’ | ছবি: সংগৃহীত
0

ফিফা আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে উন্মোচন করেছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডার’। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি এই নতুন বলে প্রতিফলিত হয়েছে আয়োজক তিন দেশের রঙ ও প্রতীক। মাসকটের মতোই এর নকশায় ফুটে উঠেছে বৈচিত্র্য ও সমন্বয়ের বার্তা। টেলস্টার, ফেভারনোভা, জাবুলানি কিংবা ব্রাজুকার মতো অতীতের বলের ধারাবাহিকতায় ট্রায়োন্ডারেও থাকছে নতুন সব চমক ও প্রযুক্তির ছোঁয়া।

২০২৬ ফিফা বিশ্বকাপের মাসকট উন্মোচনের পর সামনে আনা হলো আসরের অফিসিয়াল বল অ্যাডিডাস ‘ট্রায়োন্ডা’। মাসকটকে সাজানো হয়েছিল তিন দেশের সংস্কৃতি আর প্রতীককে সামনে রেখে। বলেও একই বিষয়কে প্রাধান্য দিয়েছে ফিফা।

ট্রায়োন্ডার নকশা অনুপ্রাণিত তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে । ‘ট্রায়োন্ডা’ নামটির স্প্যানিশ অর্থ ‘তিন ঢেউ’। এর অনন্য ও অভিনব নকশায় ফুটে উঠেছে এক বিশেষ তাৎপর্য। বলটির উজ্জ্বল নকশায় লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি। যা তিনটি আয়োজক দেশের প্রতি শ্রদ্ধার নিদর্শন।

আরও পড়ুন:

নতুন চার-প্যানেল কনস্ট্রাকশন এবং জ্যামিতিক ডিজাইন বলটির নামের ‘তিন ঢেউ’র প্রতিফলন। এ প্যানেলগুলোকে একত্রিত করলে বলটির কেন্দ্রে একটি ত্রিভুজ গঠিত হয়, যা তিনটি আয়োজক দেশের ঐতিহাসিক ঐক্যকে সম্মান জানাচ্ছে।

বলটিতে প্রতিটি আয়োজক দেশের প্রতীকও ফুটে উঠেছে, কানাডার জন্য মেপল লিফ, মেক্সিকোর জন্য ঈগল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি তারা। পাশাপাশি সোনালি অলংকরণ ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

১৯৭০ সাল থেকে বিশ্বকাপে বলের নকশা শুরু করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। বহুল আলোচিত টেলস্টার, ফেভারনোভা জাবুলানি ও ব্রাজুকার মতো বলের নকশা করে তারা। এর আগে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের বলের নাম ছিল ‘আল হিলম’। অন্যান্য অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’ বা দ্য জার্নি।

এফএস