চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার রাজা রিয়াল মাদ্রিদ। ১৫ বার ইউরোপ সেরার মুকুট পরেছে কিলিয়ান এমবাপ্পেরা। আর তাদের সঙ্গে সঙ্গে আসরের নবাগত দলের লড়াই যে সহজ হবে, তা আগে থেকেই সমর্থকদের জানা ছিল। যেমন ভাবনা তেমন কাজ। সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিপক্ষের রাজত্বে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় রিয়াল।
অবশ্য শুরুটা হতে পারতো অন্যরকম। কাজাখস্তানের আলমাতির মাঠ সেন্ট্রাল স্টেডিয়ামে প্রথমেই গোল করে চমকে দেয়ার সুযোগ ছিল নবাগত আলমাতির। তবে শেষ পর্যন্ত সতর্ক থিবো কর্তোয়াকে খুব বেশি ভ্যাবাচ্যাকা খাওয়াতে পারেনি প্রতিপক্ষ। তবে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করলে উৎসবে মাতে লস ব্লাঙ্কোসরা।
আরও পড়ুন:
বিরতিতে থেকে ফিরে যেন গোলের নেশা চেপে বসে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, দিয়াজদের। ৭৩ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। আর তার যোগ্য সতীর্থ হিসেবে ম্যাচে দুটি গোল করেন কামাভিঙ্গা এবং দিয়াজ । অন্যদিকে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে আসরের নবীন দল আলমাতি।
এদিকে ভিন্ন ম্যাচে সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর একটি করে গোল করেছেন রাফায়েল, নিকোলাস এবং ওলিস। প্রতিপক্ষ দলের হয়ে এক গোল শোধ করেন মিসল্যাভ। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মিউনিখ।
রিয়াল, বায়ার্ন বড় ব্যবধানে জিতলেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে লিভারপুল। লিগে ক্রিস্টাল প্যালেসের পর এবার তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের কাছে হেরেছে এক গোলের ব্যবধানে। সেটিও আবার ভিক্টর ওসিমেন এর পেনাল্টি থেকে হওয়া গোলের বরাতে। তবে পুরো ম্যাচে ১৬টি শটে ৪টি লক্ষ্য বরাবর রেখেও সমতায় ফিরতে ব্যর্থ হয় অলরেডর।





