ইপিএল মার্সিসাইড ডার্বিতে মাঠে নামছে চার দল

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের প্রতিপক্ষ এভারটন। অন্য ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টারের প্রতিপক্ষ চেলসি। ২৪৭তম ডার্বিতে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট পেতে চাইবে অলরেডরা। ৪ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের শীর্ষে তারা।

অন্যদিকে ৪ ম্যাচে ২ জয়ে টেবিলের ৬ নম্বরে এভারটন। এনফিল্ডে দুই দলের সর্বশেষ ২৮ দেখায় কখনো হারেনি লিভারপুল। শেষ ৪ বারের লড়াইয়ে কোন গোল হজম করেনি তারা।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেবে রুবেন আমোরিমের দল। ৪ ম্যাচে ২ জয়ে টেবিলের পাঁচে চেলসি তবে মাত্র ১ জয়ে বেশ খানিকটা পিছিয়ে রেড ডেভিলরা।

এএইচ