একদিন আগে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগে এখনও সমীকরণ কিংবা পয়েন্ট টেবিল দখলের লড়াই শুরু হয়নি। তবে সবগুলো দলই চাইবে আসরে শুভ সূচনা করতে।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবারও ক্লাব মৌসুম শুরু করেছে দারুণভাবে। ঘরোয়া লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। প্রতিপক্ষ আতালান্তার বিপক্ষে একটি ম্যাচই খেলেছে তারা। পাঁচ বছর আগের সেই ম্যাচেও জয়টা ফরাসি জায়ান্টদেরই।
আরও পড়ুন:
রাতের বিগ ম্যাচে ইপিএল পরাশক্তি চেলসির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মুখোমুখি ৫ দেখায় ৪ বারই জয় বায়ার্নের, একবার জিতেছে চেলসি। এবার তাদের প্রতিশোধ নেয়ার পালা।
এছাড়া আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ লড়বে লিভারপুলের বিপক্ষে। ইন্টার মিলানের প্রতিপক্ষ আয়াক্স।





