সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। টাইব্রেকারের এক পর্যায়ে লিড নিয়েছিল বাংলাদেশ। ভারত তাদের তৃতীয় শট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল। বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম শট মিস করে। চতুর্থ ও শেষ শটে গোল করে ৪-৩ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সাফ শিরোপা জিতেছে ভারত।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় ভারত। খেলা শুরুর দুই মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভারত। গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়।
২৯ মিনিটে কর্নার থেকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি যুবারা। ম্যাচের ৬১ মিনিটে সুপার সাব জয় আহমেদের গোলে সমতায় ফিরে জমিয়ে তোলে লড়াই। ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বাংলাদেশকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পেলো ভারত।