রিয়ালের তারকাবিহীন দলে আক্রমণভাগের ভরসা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। ম্যাচের ৬৮ মিনিটে ফরাসি তারকার গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। সবাই যখন ধরে নিয়েছিলো ১-১ সমতায় শেষ হবে ম্যাচ ঠিক সেসময়টাতে দৃশ্যপট পাল্টে দেয় ইয়াকোবো রামোন।
৯৫ মিনিটে ২০ বছর বয়সী এ ডিফেন্ডারের দুর্দান্ত এক গোলে ম্যাচ জিতে নেয় গ্যালাক্টিকোরা। এ জয়ে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট রিয়ালের। ১ ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৮২।
বৃহস্পতিবার এসপানিওলের বিপক্ষে জয় পেলেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের।